বরিশালে ঋণের কিস্তি মওকুফ ও সড়ক সংস্কারসহ ৩ দফা দাবিতে মানববন্ধন।

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

বরিশালে ঋণের কিস্তি মওকুফ ও সড়ক সংস্কারসহ ৩ দফা দাবিতে মানববন্ধন।

লিটন বায়েজিদ, বরিশাল প্রতিনিধিঃ ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ
সংগঠনের জেলা কমিটির উদ্যোগে ১৮ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বরিশাল নগরীর টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচির প্রতিপাদ্য বিষয় ছিল বরিশাল নগরীতে ইজিবাইকের টোকেন ভাড়া, ঋনের কিস্তি মওকুফ, সড়ক সংস্কার ও পুনরায় লকডাউনের পূর্বে সাধারণ মানুষ এবং শ্রমিকদের খাদ্য ব্যবস্থা, এ্যাম্বুলেন্স, নমুনা সংগ্রহের বুথ কক্ষ নিশ্চিত করা।
মহানগর ইজিবাইক চালক সমিতি সহ-সভাপতি জসিম হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখা সভাপতি শহিদুল হক, শ্রমিক ফ্রন্ট সংগঠক শহিদুল ইসলাম ও নূরে আলম প্রমুখ।

এসময় ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, পুনরায় বরিশাল শহর লকডাউন করার আগে সাধারণ মানুষ ও শ্রমিক শ্রেনীর ঘড়ে ঘড়ে খাদ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করুন। এটা নিশ্চিত করা না হলে অফিসে বসে বড় বড় কথা বলে তা বাস্তবায়ন সম্ভব হবে না।
অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশন থেকে ২ বসর পূর্বে ইজিবাইকের টোকেন চার্জ নেয়া বন্ধ করা হলেও এখন পর্যন্ত এক শ্রেনীর প্রভাবশালী টোকেন ব্যবসায়ীরা শ্রমিকদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করে নিচ্ছে।
এছাড়া এই মহামারী করোনার সময়ে এনজিওগুলো মানবিক চিন্তা থেকে সড়ে এসে এখনো জোড় করে ঋনের কিস্তির টাকা আদায় করে যাচ্ছে। সেগুলো অবিলম্ভে বন্ধ করাসহ নগরীর খানাখন্দ হয়ে পড়া সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest