রংপুরে মেস মালিকদের সিদ্ধান্ত ভাড়া ৪০ শতাংশ মওকুফ।

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

রংপুরে মেস মালিকদের সিদ্ধান্ত ভাড়া ৪০ শতাংশ মওকুফ।

রবিউল ইসলাম রংপুর।
রংপুরে করোনাকালীন লকডাউনে জেলার সকল মেসে (ছাত্রাবাস) ৪০ শতাংশ ভাড়া মওকুফ বা কম নেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছেন মেস মালিকরা। এই সিদ্ধান্ত গেল এপ্রিল থেকে করোনা দুর্যোগ থাকা অবস্থা পর্যন্ত কার্যকর হবে।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মেস মালিক সমিতি ও বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেলা প্রশাসক আসিব আহসান সভাপতিত্বে করেন।সভায় চলমান লকডাউনে মেস ভাড়া মওকুফ বিষয়ে মেস মালিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সার্বিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করেন। পরে সর্বসম্মতিক্রমে গত এপ্রিল মাস থেকে জেলার সকল মেসের (ছাত্রাবাস/ছাত্রীনিবাস) ৪০ শতাংশ ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়াও অন্যান্য বিদ্যুৎ বিল, বুয়া বিল, ইন্টারনেট বিলসহ অন্যান্য বিষয়াদিতে আগের মতই প্রতিটি মেসের নিয়মানুযায়ী মেস সদস্যরা বহন করবে। এই সিদ্ধান্ত এপ্রিল মাস হতে যতদিন পর্যন্ত করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসবে, ততদিন পর্যন্ত চলবে।
মেস মালিকদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, লকডাউনে পুরো দেশ স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা জেলা প্রশাসন বৈঠকের আয়োজন করে সুষ্ঠু সমাধানে এসেছি।বৈঠকে উপস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি তুষার কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের স্বার্থে আমরা অর্ধেক ভাড়া মওকুফের দাবি জানিয়েছিলাম। পরে সর্বসম্মতিক্রমে ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা মেস মালিকসহ প্রশাসনের কাছে কৃতজ্ঞ।এব্যাপারে আশরতপুর মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে ছাত্র-অভিভাবকরা সহ সবাই সংকটে আছি। আমাদের অনেকের উপার্জন বা আয়ের উৎস মেসভাড়া। কিন্তু সবার কথা চিন্তা করে আজকের সভায় আমরা ৪০ শতাংশ ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।এদিকে গত কয়েকদিন ধরে রংপুরে মেস ভাড়া মওকুফ নিয়ে মেস মালিক ও ছাত্র নেতাদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত না হওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষই বিভিন্ন দাবি তুলে ধরেন। এই প্রেক্ষাপটে জেলা প্রশাসন যৌথ বৈঠকের আয়োজন করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest