সন্তানকে টিকা দিতে নেয়ার পথে লাশ হলেন মা।

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

সন্তানকে টিকা দিতে নেয়ার পথে লাশ হলেন মা।

রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলা শিশু সন্তানকে টিকা দিতে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে থ্রি-হুইলার সিএনজির চাপায় মারা গেছেন মোমেনা বেগম (৩৫) নামের একজন মা। নিহতের বাড়ি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব মানাষপাড়া গ্রামে।
রোববার দুপুরে দিকে উপজেলার আনুরবাজারের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মোমেন বেগম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে লক্ষীটারী ইউনিয়ন স্বাস্থ্য সেবাকেন্দ্রে টিকা দেওয়ার জন্য ১৪ মাসের শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন মোমেনা। সে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাবার সময় আনুরবাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অটোরিকশার রশির হাতল ছিঁড়ে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি থ্রি-হুইলার সিএনজি মোমেনাকে চাপা দেয়। দুর্ঘটনার সময় মোমেনার কোলের শিশুটি অন্যের কাছে থাকায় সে বেঁচে যায়।এদিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোমেনাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত মোমেনা বেগম জয়দেব মানাষপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী।গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, সিএনজির চাপায় মোমেনা বেগম কানে ও মুখে আঘাত পেয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest