কিশোরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরোঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেলা স্থলে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ,বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ্,গনেশ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হেদায়েত হোসেন,জাতীয় পার্টির কিশোরগঞ্জ উপজেলার আহবায়ক রেজাউল আলম স্বপন ও কিশোরীগঞ্জ বহুসুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম প্রমূখ। মেলা স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেলায় অংশ গ্রহন করেন। মেলায় আকর্ষনীয় ডিজিটাল উপস্থিতি হাজিরা মেশিন প্রদর্শন করেন গাড়াগ্রাম শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের সাধারণ সম্পাদক প্রযুক্তি উদ্ভাবক ইমাম হোসেন ইমু।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest