জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক এক শিশু যৌন নিপীড়নকারী গ্রেফতার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক এক শিশু যৌন নিপীড়নকারী গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কতৃক এক শিশু যৌন নিপীড়নকারী গ্রেফতার।

বর্তমান প্রেক্ষাপটে মাদক, অস্ত্র ও জঙ্গীবাদসহ সকল রাষ্ট্রীয় অপরাধ দমনের পাশাপাশি সকল প্রকার সামাজিক অপরাধ দমনে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

গত ১৩ জুন জয়পুরহাট জেলার সদর থানাধীন উত্তর জয়পুর এলাকার আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তি তার নাতনী সম্পর্কীয় (৪) বছরের এক কন্যা শিশু বাড়ির বাহিরে খেলাধুলা করার জন্য বের হলে তাকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বসতবাড়ীর ভিতরে গোপন স্থানে নিয়ে যায় এবং ঘৃণ্য উপায়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে।

শিশুটি তৎক্ষণাৎ ক্রন্দনরত অবস্থায় তার মায়ের কাছে ছুটে এলে আশে পাশের প্রতিবেশীদের মাঝে ঘটনাটি জানাজানি হয়ে যায়।

তখন উক্ত ঘৃণিত অপরাধী আনোয়ার হোসেন ভুক্তভোগীদের আত্মীয় হওয়ায় প্রতিবেশী ও অপর আত্মীয়-স্বজনের দ্বারা ঘটনাটি ধামাচাপা দেবার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভয়ভিতি দেখিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে।

পরবর্তীতে ২৪ জুন র‌্যাব ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা এর নেতৃত্বে জয়পুরহাট জেলার সদর থানাধীন উত্তর জয়পুর এলাকার মৃত মৃত আব্দুল সামাদের ছেলে উক্ত ঘৃণিত যৌন নিপীড়নকারী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

অত্র এলাকাবাসিদের সাথে কথা বলে জানা গেছে, পূর্বেও সে আরো অনেক শিশুর সাথে এ ধরণের যৌন নিপীড়ন করেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন উক্ত শিশু কন্যার সাথে এহেন জঘন্য অপরাধের বিষয়টি স্বীকার করেছে এবং উক্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest