বিরামপুরে ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় মিল মালিককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

বিরামপুরে ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় মিল মালিককে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর বিরামপুর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় নছির উদ্দিন (৭০) নামে ১ মিল মালিককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা ২টি বড় ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে।

বুধবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটায় জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিল মালিক নসির উদ্দীন ওই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির জানান,
হরিহরপুর গ্রামের নসির উদ্দীনের মিলে রাতে ৫টি বড় ও ২টি ছোট অটো বাইক চার্জে দেয়া ছিল। রাতে মিলে অবস্থান করছিলেন নসির উদ্দীন। রাত আড়াইটার দিকে ৪/৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী মিলে এতে তাকে বেদম মারধর করে।

এক পর্যায়ে ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে মিল থেকে ৩০০ গজ দুরে রাস্তার ধারে শাখা যমুনা নদীতে পাড়ে পরনের লুঙ্গি দিয়ে উলঙ্গ করে হাত পা বেঁধে রেখে পালিয়ে যায়।
এসময় ছিনতাইকারীরা মিলে রাখা ২টি বড় ইজিবাইক নিয়ে যায়। পরে স্থানীয়রা নছির উদ্দীনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করে।পরে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ওইদিন সকালে নিহতের বড় ছেলে নুর আলম বাদী হয়ে
অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest