আসছে লকডাউনে ভিন্ন ধারার মিউজিক ভিডিও ” বন্দী শহর”

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

আসছে  লকডাউনে ভিন্ন ধারার  মিউজিক ভিডিও ” বন্দী শহর”

মারুফ সরকার ,ঢাকা :
প্রকাশিত হতে যাচ্ছে লকডাউনে ভিন্ন ধারার মিউজিক ভিডিও ” বন্দী শহর” । সম্প্রতি উত্তরার দিয়াবাড়ি ও ফেনীর মহিপালে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন রাহুল রায় মিসুক। এতে প্রথম বারের মত জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন আল তামিম এবং সাবনিন সরকার।

গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সংগীত শিল্পী আল তামিম এবং দীপ্ত ডি.এস, গানটির কোম্পোজিশন আল তামিম নিজেই করেছেন। ক্যামেরা সহযোগীতায় ছিলেন মনসুর পাটোয়ারী এবং সুদীপ্ত সরকার।

এ ব্যাপারে মডেল সাবনিন সরকারের সাথে তিনি জানান, আমি এই কাজটি করতে পেরে খুব আনন্দিত। আমি ধন্যবাদ দিতে চাই এই মিউজিক ভিডিওটির পরিচালক রাহুল রায় মিসুক ভাইয়াকে যিনি আমাকে এমন একটি কাজে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। গানের সব থেকে বিশেষ আকর্ষন হলো গানটি বর্তমান লকডাউন পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরী করা তাই আশা করি সবার ভালো লাগবে।

খুব শীঘ্রই গানটি আল তামিমের নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে বলে নির্মাতা সূত্রে জানা যাই ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest