বাংলাদেশ জেলে ও মৎস্যজীবী ফেডারেশনের পরিচিতি সভা

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

বাংলাদেশ জেলে ও মৎস্যজীবী ফেডারেশনের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক ॥
জেলে,মৎস্যজীবীদের অধিকার আদায় ও মৎস্য সম্পদ বৃদ্ধি এবং দেশীয় মৎস্য প্রজাতি বিলুপ্তি থেকে রক্ষা করার উদ্দেশ্য সামনে রেখে ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবন কনফারেন্স হলরুমে ‘বাংলাদেশ জেলে ও মৎসজীবী ফেডারেশন’ এর আত্মপ্রকাশ ও পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ট্রাষ্টি বীরমুক্তিযোদ্ধা শ্রীমতি আশালতা বৈদ্য। সংগঠনের সদস্যসচিব এইচএম হাসান আল মামুন লিমন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এইচএম ইউসুস মিয়ার। এসময় বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন প্রান্তস (নেত্রকোনা),কাশেম মাঝি (ভোলা),আব্দুস সত্তার আজাদ (সুনামগঞ্জ),শাহ আলম (চাঁদপুর),শাহীন ব্যাপারী (মাদারীপুর),ফারুক মাতবর (মুন্সিগঞ্জ),শহিদুল (পিরোজপুর),আল আমীন (ভোলা), শাহীনুর (টাঙ্গাইল), এইচএম হানিফ (ঝালকাঠি), ওয়াব হাওলাদার (শরিয়তপুর), মুনসুর (নওগাঁ),আইউব আলী খান (মাওয়াঘাট), নরউত্তম(পিরোজপুর) প্রমূখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest