ঢাকা ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
আবু মুসা, স্টাফ রিপোর্টারঃ
নাটোরে বড়াইগ্রামের নিতাইনগর শুকজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ভূমি মন্ত্রনালয়ের হিসাব তত্বাবধায়ক (রাজস্ব) মো. এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের বিভিন্ন দিক আলোকপাত করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আবুল বাসেদ, সহকারী শিক্ষক জুলহাস উদ্দিন, ছাত্র অভিভাবক আব্দুল আজিজ ও গোলাম মোস্তফা। স্কুল কমিটির সভাপতি এনামুল হকের অর্থায়নে সভায় ও সভা শেষে স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক সহ নিতাইনগর গ্রামবাসীর বাড়ি-বাড়ি গিয়ে তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পৌছে দেয় স্কুল ম্যানেজিং কমিটি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST