ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
রাজশাহী ব্যুরো :
রাজশাহী বিভাগের ৮ টি জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো শনাক্ত হয়েছে ১৫৮ জন। আর নতুন মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত বিভাগে ৭২ জন মারা গেছে। সবচাইতে বেশি করোনা আক্রান্ত রোগী মারা গেছে বগুড়া জেলায়। এ জেলায় মারা গেছে ৪৮ জন। তারপরের অবস্থানের পাবনা জেলায় মারা গেছে ৮ জন ও রাজশাহী জেলায় মারা গেছে ৭ জন।
একদিনে সবচাইতে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায় ৪৪ জন। তবে অন্যান্য দিনের তুলনায় এ বিভাগে ও বগুড়া জেলায় কম রোগী শনাক্ত হয়েছে। বগুড়া জেলায় শেষ ২৪ ঘণ্টায় ৪৪ জন নতুন করে করোনা পজিটিভ হয়েছে। আগের দিন শনিবার শনাক্ত হয়েছিল ৮৬ জনের। বগুড়া জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১৩ জনে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। তবে অন্যান্য জেলার সাথে পাল্লা দিয়ে বিভাগীয় শহর রাজশাহীতেও করোনা পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। এ জেলায় শেষ ২৪ ঘণ্টায় ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার এ জেলায় রেকর্ড পরিমাণ সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয় ৬৬ জনের।
রাজশাহী বিভাগে রোববার পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯২ জন ও মারা গেছে ৭২ জন। বিভাগে যে দুই জন রোগী মারা গেছে তার একজন নওগাঁ জেলা ও একজন বগুড়া জেলায় মারা গেছে। বগুড়ায় প্রথম দিক থেকেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এখন এর হার আরো বাড়ছে। তারপরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৩ জন। তৃতীয় অবস্থানে রয়েছে পাবনা জেলা। এ জেলায় আক্রান্ত হয়েছে ৪৩০ জন। আর বিভাগের সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৯ জন।
করোনায় এ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৭২ জনের। এরমধ্যে রাজশাহীতে ৭ জন, নওগাঁয় ৫ জন, নাটোরে ১ জন, বগুড়ায় ৪৮ জন, সিরাজগঞ্জ ৩ জন ও পাবনায় ৮ জন করোনা রোগী মারা গেছে।
করোনা আক্রান্ত ৪ হাজার ৯৯২ জনের মধ্যে রাজশাহী ৫১৩ জন, নওগাঁ ৩৮৪ জন, নাটোর ১৫৮ জন, জয়পুরহাট ৩২৪ জন, সিরাজগঞ্জ ৩৬৯ জন ও পাবনা জেলায় ৪৩০জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৯৩৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৪৭ জন।
আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৫৮৬ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১৩০ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৯ হাজার ৩৩৫ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা ও অপ্রয়োজনের ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সাথে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রত্যেককেই সচেতন হওয়ার কোন বিকল্প নেই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST