ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
রবিউল ইসলাম রংপুর।
রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা সাব-রেজ্রিস্ট্রার অফিসে মানুষের মাঝে নেই কোন সামাজিক দূরত্ব
এতে আতঙ্কিত অনেক জনগন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাদুর্ভাব হয় করোনা ভাইরাসের। এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে ডব্লিউএইচও।এখন পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১কোটি দুই লাখ মানুষের এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ গেছে পাচ লাখেরও বেশি মানুষের। গত সপ্তাহেই ডব্লিউএইচও বিশ্বে নতুন এবং ব্যাপক মাত্রার সংক্রমণের হুঁশিয়ারি দিয়েছিল। সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দক্ষিণ এশীয় দেশগুলোয় সংক্রমণের হার এখন ঊর্ধ্বমুখী।
বাংলাদেশের মাটিতে গত ৮ মার্চ প্রথম ৩ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হয়। তখন থেকেই বাংলাদেশ সরকার ডব্লিউএইচও- এর পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলার তাগিদ দেন। যার মধ্যে গুরুত্বপুর্ণ হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মুখে মাস্ক ব্যবহার করা।
কিন্তু পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘুরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মেনে এবং সামাজিক দূরত্বকে কোনো প্রকার তোয়াক্কা না করে গায়ে গা লাগিয়ে চলছে মাস্ক বিহীন দলিল লেখা ও অন্যান্য কর্মকাণ্ড। অথচ খোদ পীরগঞ্জেই এখন পর্যন্ত২৮১ টি নমুনার মধ্যে ২৪০টি নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ, ১৭ জনের মৃত্যু, ২ জন সম্পুর্ণ সুস্থ এবং ৯ জন তাদের নিজ বাড়ীতে আইসোলশনে থাকার খবর পাওয়া গেছে। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে না নিলে যে কোন সময়ে পীরগঞ্জ কোভিড-১৯ হট-স্পটে পরিণত হতে পারে। এ ব্যাপারে সাব রেজ্রিস্ট্রারের ফোনে কথা বলার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST