ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মোতাহার হোসেন :ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আদিবাসীদের ৪ দফা আন্দোলনকে আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষে শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান আলী চৌধুরী। উদ্বোধন শেষে আদিবাসীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলায়াতনে ঠাকুরগাঁওয়ের পরবর্তী কার্যক্রম শুরু হয়। এ সময় সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক যাকোব খালকরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক শচীন দত্ত মুন্ড্‌ রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, বাবুল-মৃধা, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest