দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা রোভারের সদস্যবৃন্দ সচেতনতায় কাজ করছে

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা রোভারের সদস্যবৃন্দ সচেতনতায় কাজ করছে

মোহাম্মদ রাকিব দিনাজপুর: দিনাজপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির প্রচারণায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর সদস্যবৃন্দ দিনাজপুর শহরের ১০টি গুরুত্বপূর্ণ মোড়ে করোনা ভাইরাস থেকে সচেতনতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের সম্পাদক মোঃ জহুরুল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে ২৯ জুন সোমবার শহরের বালুয়াডাঙ্গা মোড়ে রোভার ইউনিট লিডার ও কাহারোল বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরিনের নেতৃত্বে রোভারের সদস্যরা বালুয়াডাঙ্গা মোড়ে প্রতিটি ইজি বাইকের চালক, যাত্রী, বিভিন্ন যানবাহনের ড্রাইভার, যাত্রী ও জন সাধারণের মাঝে করোনা ভাইরাস বিষয়ক জন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যানবাহনে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করাসহ যাদের মুখে মাস্ক নেই সেসব মানুষকে যানবাহন থেকে নামিয়ে ঐসকল ব্যক্তির নিজ উদ্যোগে স্থানীয় দোকান থেকে মাস্ক ক্রয় করে পুনরায় যানবাহনগুলি গন্তব্যে ছেড়ে যেতে দেখা গেছে। এছাড়াও দিনাজপুর শহরের কলেজ মোড়, সুইহারী মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়সহ ১০টি পয়েন্টে রোভার সদস্যরা স্বেচ্ছাশ্রমে করোনা ভাইরাস থেকে সচেতনতায় কাজ করছেন ও মাইকের মাধ্যমে জনগণকে সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী বার্তা সকলকে হাতে তুলে দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest