রাজশাহীতে নারী চিকিৎসক সপরিবারে করোনা আক্রান্ত

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

রাজশাহীতে নারী চিকিৎসক সপরিবারে করোনা আক্রান্ত

রাজশাহী ব্যুরো : রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক ডা.রাফা সপরিবারে করোনা পজিটিভ হয়েছেন। মঙ্গলবার নমুনা পরীক্ষা তার সহ তার ছেলে মা ও নানি করোনা পজিটিভ হন। তিনি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। শেষ গত বৃহস্পতিবার তিনি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করেন।

এরপর থেকে তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন। উপসর্গ দেখা দিলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। নমুনা পরীক্ষায় মঙ্গলবার তার করোনা পজিটিভ আসে। তিনি ছাড়াও যারা করোনা পজিটিভ হয়েছেন তারা হলেন, তার ছেলে আহমেদ আল আরাফ (৪), তার মা ফাতেমা (৪৭) ও তার নানি আকলিমা (৭২)। তবে তার বাবা ও ছোট বোন করোনা নেগেটিভ হয়েছেন। তিনি বর্তমানে রাজশাহী শহরে রয়েছেন।

ডা. রাফা বলেন, আমি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করি। গত বৃহস্পতিবার পর্যন্ত ডিউটি করেছি। এরপর সমস্যা হওয়ায় আর ডিউটি করতে পারিনি। তবে আমার শ্বাসকষ্টের সমস্যা আগে থেকেই ছিল। এখন আর একটু বেশি হয়েছে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের করোনা পজিটিভ হলে একটু বেশি সমস্যা হয়। আমি এখনও নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছি । আমার ছোট বাচ্চা, মা ও নানী সুস্থ আছে। আমার ছোট বাচ্চাকে মায়ের কাছে রেখে যেতাম। এজন্য আমার মা ও নানী এবং আমার শিশু আক্রান্ত হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যাতে আমরা সুস্থ হতে পারি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest