ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
লিটন বায়েজিদ,বরিশালঃ ২ জুলাই বেলা ১১ টায় নগরির টাউনহলের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের প্রতিপাদ্য বিষয় ছিল পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে আধুনিকায়নের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, পেশাভিত্তিক ডিজিটাল ডাটাবেজ তৈরি, সকল নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, সকল শ্রমজীবী মানুষের জন্য স্বাস্থ্য বীমা বিমা প্রধান করা, বরিশালে পিসিআর ল্যাব বাড়ানোসহ করোনা পরীক্ষা ও চিকিৎসাসেবার ব্যায়ভার সরকারি ভাবে বহন করা ও শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি জাকির হোসেন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক এডভোকেট টিপু সুলতান, টিইউসির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে আজাদ, এছাড়া বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মোজাম্মেল হক ফিরোজ, শাহরুখ কামাল,জেলা কমিটির সভাপতি মিন্টু দে প্রমুখ। মানববন্ধনে বক্তারা উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST