ঢাকা ৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এ,কে,এম,শাহাদাৎ হোসেন , বরগুনা থেকে #
বরগুনায় বিচারকের আদেশ প্রাপ্ত আসামীকে কারাগারে নিয়ে যাবার পথে আদালত চত্ত্বর হইতে মোঃ আল আমিন (৩০) নামের এক আসামী পালিয়েছে। আদালত পুলিশ সূত্রে জানাযায়, রবিবার (০৩ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার সময় কারাগারে নেয়ার উদ্দেশ্যে আসামী আল আমিনকে নিয়ে আদালত প্রাঙ্গনে রাখা গাড়ির কাছে আসলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, আসামী আল আমিন বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লেমুয়া গ্রামের মোঃ আলতাফ চৌকিদারের পুত্র।
মামলা সূত্রে জানাযায়, আল আমিনের স্ত্রী ময়না আক্তারের ২০১৭ সালের ৪৮নং পারিবারিক মামলায় রায় হলে ২০১৮ সালে ৩৬নং পারিবারিক ডিক্রি জারী মামলা করেন বাদী ময়না আক্তার। ওই মামলায় দীর্ঘদিন পলাতক ছিল আসামী আল আমিন। পরে শনিবার (০২ আগষ্ট) রাতে পুলিশ গ্রেফতার করে আসামী পরের দিন সকালে আল আমিনকে আদালতে পাঠালে আদালত আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আদালতের আদেশে আসামী আল আমিনকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য ০৩ জন কনস্টবলকে সাথে নিয়ে এটিএসআই মোঃ আমিনুল আসামীকে আদালত চত্ত্বরে রাখা গাড়ির কাছে নিয়ে আসলে আসামীর হাতে থাকা হাতকড়া খুলে পালিয়ে যায়।
বরগুনা জজ কোর্টের আইনজীবি অ্যাড. মোঃ আহসান হাবিব স্বপন জানান, ২০১৮ সালে আসামী মোঃ আল আমিনের আমি আইনজীবি ছিলাম। জামিনের পর সে দীর্ঘদিন পলাতক ছিল। আদালত থেকে আসামী পালিয়েছে শুনেছি। তিনি আরও বলেন, পুলিশের দায়িত্বে অবহেলা বিধায় আসামী পালাতে পেরেছে। আদালতের নির্দেশনা মেনে আসামীকে নিলে এমন ঘটনা হত না বলেও দাবী তার।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST