ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
রাজশাহী ব্যুরো: রাজশাহী বিভাগের ৮ টি জেলায় একদিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়েছে ৪৭৫ জন। এ নিয়ে বিভাগে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৩ জনে। ১ দিনে শনাক্ত হয়েছে ৪৭৫ জন। এদিন নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় বিভাগের ৮টি জেলায় ১০৭ জন করোনা রোগী সুস্থ হয়েছে। এ পর্যন্ত বিভাগে ৮৮ জন মারা গেছে। সবচাইতে বেশি করোনা আক্রান্ত রোগী মারা গেছে বগুড়া জেলায়। এ জেলায় মারা গেছে ৫৪ জন। তারপরের অবস্থানের রাজশাহী জেলায় মারা গেছে ১০ জন ও পাবনা জেলায় মারা গেছে ৮ জন। একদিনে সবচাইতে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বগুুড়া জেলায় ১৪৭ জন। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় বেশি রোগী শনাক্ত হয়েছে। তবে এ পর্যন্ত সবচাইতে বেশি রোগী শনাক্ত হয়েছে
বগুড়া জেলায় ৩ হাজার ১৯৯ জনে। ২য় অবস্থানে থাকা রাজশাহী জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১০ জন। । বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। শুক্রবার রাজশাহী জেলায় রেকর্ড পরিমাণ সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয় ১২৫ জনের। রাজশাহী বিভাগে শুক্রবার পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৩ জন ও মারা গেছে ৮৮ জন। বগুড়ায় প্রথম দিক থেকেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এখন এর হার আরো বাড়ছে। তারপরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯১০ জন। তৃতীয় অবস্থানে রয়েছে নওগা জেলা। এ জেলায় আক্রান্ত হয়েছে ৫৪০ জন। আর বিভাগের সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০১ জন। করোনায় এ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৮৮ জনের।
এরমধ্যে রাজশাহীতে ৯ জন, নওগাঁয় ৭ জন, জয়পুরহাট ০ জন, নাটোরে ১ জন, বগুড়ায় ৫৪ জন, সিরাজগঞ্জ ৮ জন ও পাবনায় ৮ জন করোনা রোগী মারা গেছে। করোনা আক্রান্ত ৬ হাজার ৩৭৩ জনের মধ্যে রাজশাহী ৯১০ জন, নওগাঁ ৫৪০ জন, নাটোর ১৮৬ জন, জয়পুরহাট ৪২৯ জন, সিরাজগঞ্জ ৫৩১ জন ও পাবনা জেলায় ৪৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৭৭৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৯৩ জন। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৬৮৩ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩৪৫
জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৬ হাজার ৮০৪ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা ও অপ্রয়োজনের ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সাথে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রত্যেককেই সচেতন হওয়ার কোন বিকল্প নেই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST