দিনাজপুর শহরে চাঁদাবাজ ও চোরের উপদ্রব রূখতে লাঠি-বাঁশি বিতরণ

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

দিনাজপুর শহরে চাঁদাবাজ ও চোরের উপদ্রব রূখতে লাঠি-বাঁশি বিতরণ
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুর শহরে চাঁদাবাজ ও চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় মালদহপট্টি-সাধনা মোড় দোকান মালিক ব্যাবসায়ী সমিতি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। সবাই নিজেদের ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রশাসনের অনুমতিক্রমে সম্প্রতি সবার হাতে লাঠি এবং বাঁশি বিতরণ করা হয়। উক্ত লাঠি-বাঁশি বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বিমল পালসহ সমিতির সদস্য ও ব্যাবসায়ীবৃন্দ। ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে চাঁদাবাজ ও চোরের উপদ্রব থেকে আত্মরক্ষায় কৌশল খোঁজা হচ্ছিল। পরবর্তীতে সবার সাথে আলোচনাক্রমে লাঠি-বাঁশি বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী কোথাও বা কোন দোকানে চাঁদাবাজ বা চোর আসলে সংশ্লিষ্ট দোকানদার বাঁশি বাজিয়ে সবাইকে ডাকবেন। আর সকল দোকানদার লাঠি হাতে সেখানে উপস্থিত হয়ে চাঁদাবাজ বা চোরকে আইনের হাতে সোপর্দ করবে। ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এভাবে দিনাজপুর শহরে মালদহপট্টি বা সাধনা মোড় এলাকায় শান্তি-শৃংখলা ফিরে আসবে। এই ধরণের উদ্যোগকে সচেতন মহল ধন্যবাদ জানিয়েছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest