তেঁতুলিয়া দেবনগর নন্দগছ সীমান্ত পথে অবৈধভাবে আসা ভারতীয় গরু আটক

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

তেঁতুলিয়া দেবনগর নন্দগছ সীমান্ত পথে অবৈধভাবে আসা  ভারতীয় গরু আটক

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি ঃ
তেঁতুলিয়ায় দেবনগরের নন্দগছ সীমান্ত পথে অবৈধভাবে আসা ২৮টি গরু আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে এসব গরু আটক করা হয়।
পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দেবনগরের নন্দগছ সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসার কথা। সংবাদটি জানার সাথে সাথে মডেল থানার পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এসব গরু আটক করতে সমর্থ হই। অবৈধ পথে আনা গরুগুলো ব্যক্তিরা পালিয়ে যায়। তাদের ধরতে আমাদের টিম অভিযান চালাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টায় ওসি (তদন্ত) আবু সাঈদ চৌধুরীর সাথে গরু আটকে মামলা হয়েছে কীনা জানতে চাইলে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest