কাতার বিশ্বকাপে ‘রোবট রেফারি’ রাখা হচ্ছে!

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০

কাতার বিশ্বকাপে ‘রোবট রেফারি’ রাখা হচ্ছে!

প্রতিনিয়তই ফুটবলে যোগ হচ্ছে নতুন প্রযুক্তি। এরই ধারাবাহিকতায় কাতার ২০২২ বিশ্বকাপে অভিনব এক প্রকল্প হাতে নিয়েছে ফিফা। এই আসরে সহকারী রেফারি হিসেবে কাজ করতে পারে ‘রোবট’। এমনই পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এ ব্যাপারে ফিফার টেকনোলজি ডিরেক্টর জোহান্নেস হোলজমুলার জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্পে সহকারী রেফারিদের পরিবর্তে কম্পিউটার টেকনোলজির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অফসাইড সিদ্ধান্ত দেওয়া হবে।

এক্ষেত্রে যদি কোনো ফুটবলার লাই ক্রস করে, তবে অ্যালার্ম বেজে উঠবে। এটা অনেকটা গোললাইন টেকনোলজির মতো। এমনকি শরীরের কোন অংশ অফসাইড হলো তাও দেখিয়ে দেবে এটি। এছাড়া এটি খেলোয়াড়ের পায়ের আকারও বিবেচনা করবে।

এই রোবট প্রযুক্তি অবশ্য ইতোমধ্যে পরীক্ষা করানো হয়েছে গত ডিসেম্বরে। কাতারেই ক্লাব বিশ্বকাপের ম্যাচে, যেখানে শিরোপা জিতেছিল লিভারপুল।

জার্মান ব্রডকাস্টার এআরডিতে হোলজমুলার এ প্রসঙ্গে বলেন, ‘অফসাইড টেকনিকের পেছনে এই ধারণাটি খেলায় ভিডিও অ্যাসিট্যান্ট রেফারি দ্বারা আরও ত্বরান্বিত করবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest