শেরপুরে দুই ইউপি সদস্যসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

শেরপুরে দুই ইউপি সদস্যসহ  ১০ জুয়াড়ি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরের মির্জাপুর হাটের একটি ক্লাবঘরে গত রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
গ্রপ্তারকৃতরা হলো- মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম (৪৫), ৮নং ওয়ার্ড সদস্য মো. কানু মিয়া (৪৮), আবু বক্কার (৪৫), জাহাঙ্গীর হোসেন (৪৫), তানভীর (৩২), ফেরদৌস (৪৩), আনোয়ার হোসেন (৩২), ফেরদৌস (৪০), আমির হোসেন (৩৫) ও আহসান হাবীব (৪০)।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর হাটের একটি ক্লাব ঘরে গত রোববার সন্ধ্যা থেকে জুয়া খেলছিল। এর প্রেক্ষিতে গোপন সংবাদ পেয়ে শেরপুর থানা পুলিশের এসআই ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১০টায় উল্লেখিতদের আটক করে থানায় নিয়ে আসেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযানকালে তাদের নিকট থেকে জুয়া খেলার তাস, নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সোমবার (৬ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest