দিনাজপুরে বাসচাপায় মা-ছেলে-মেয়েসহ পাঁচজন নিহত

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

দিনাজপুরে বাসচাপায় মা-ছেলে-মেয়েসহ পাঁচজন নিহত

চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসচাপায় মা-ছেলে-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (০৬ জুলাই) দুপুর ২টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা অটোভ্যানের যাত্রী। তারা হলেন- বীরগঞ্জ উপজেলার বাসিন্দা নছিমন (৫০), তার ছেলে নাঈম (১৪) ও মেয়ে রুপা (৮)। অপর দুই অটোভ্যান যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, সোমবার দুপুর ২টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিআরটিসি বাসের চাপায় অটোভ্যানের পাঁচ যাত্রী নিহত হন। এর মধ্যে মা-ছেলে-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest