বরিশালে ডিসি ঘাট নির্মাণ এবং যাত্রী ছাউনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ।

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

বরিশালে ডিসি ঘাট নির্মাণ এবং যাত্রী ছাউনীর  উদ্বোধন করেন জেলা প্রশাসক ।

নিজস্ব প্রতিবেদক,বরিশালঃআজ ৭ জুলাই মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বরিশাল নগরীর কাউয়ার চর খেয়াঘাট সংলগ্ন পুরাতন ফেরিঘাট ডিসি ঘাট নির্মাণসহ সেখানে যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, স্পিড বোর্ড খাটের সাধারণ সম্পাদক ওহেদুলসহ আরো অনেক উপস্থিত ছিলেন। সেখানে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে ঘাট নির্মাণ, যাত্রী ছাউনী, পার্কিং টাইলস্ স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest