ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
লিটন বায়েজিদ,বরিশালঃ করোনা রোগীদের পরিবহনের জন্য বাসদের উদ্যোগেই প্রথম চালু হলো করোনা ডেডিকেটেড অ্যাম্বুলেন্স। করোনা আক্রান্ত বা করোনা লক্ষণযুক্ত রোগীরা জরুরী প্রয়োজনে চিকিৎসাসেবা নেয়ার জন্য বিনা মূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা পাবেন।৭ জুলাই বেলা ১১ টায় নগরীর টাউন হলের সামনে এই বিশেষায়িত অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন। এসময় উপস্থিত ছিলেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নীলিমা জাহান, বিজন শিকদার, সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিজানুর রহমান, হানিফ হাওলাদার, রুবেল হাওলাদার এবং করোনা অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবক টিমের ৪ সদস্য।
উদ্বোধক প্রকৌশরী ইমরান হাবিব রুমন বলেন, বরিশাল একটা বিভাগীয় জেলা হওয়ার পরও এই বিভাগের জেলাতে কোন করোনা রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টি আমাদের সবাইকে হতবাক করেছে। ইতিমধ্যে করোনা সংক্রমনের প্রায় ৪ মাস হওয়ার পরও এই মহামারী মোকাবেলায় দৃশ্যমান কোন উদ্যোই এই বরিশাল বিভাগে নেই। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। যতদিন এই করোনা দুর্যোগ থাকবে আমরা মানুষের প্রতিটি প্রয়োজনে তাদের পাশে থাকবো।
বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, আমাদের সামর্থ্য ক্ষুদ্র হলেও মানুষের সহযোগিতা আর ভালবাসায় আমরা একের পর এক অসাধ্য সাধন করে যাচ্ছি। একদিকে আমরা এই করোনা দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে পিসিআর ল্যাব বাড়ানো, করোনা টেস্টের ফি বাতিল করে টেস্টের সংখ্যা বাড়ানো, করোনা অ্যাম্বুলেন্স চালুসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি, অন্যদিকে করোনা আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে রোগীদের জীবন রক্ষার্থে অক্সিজেন ব্যাংক চালু করেছি, লকডাউন পরিবারগুলোতে প্রতিদিনই খাদ্য, ঔষধ সরবরাহ করছি, চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।
ডা. মনীষা চক্রবর্ত্তী এই দায়িত্বগুলো আরও ভালভাবে পালন করার জন্য সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা ও সকলের পরামর্শ প্রত্যাশা করেন।
এসময় পথচারীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। তাঁরা মন্তব্য করতে থাকে যে কাজগুলো প্রশাসনের উদ্যোগে করার দরকার ছিল বরিশালে প্রথম থেকেই সেই দায়িত্বগুলো পালন করে আসছে বাসদ।
বাসদের এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পেতে এবং যে কোন প্রয়োজনে যোগাযোগ করার জন্য ০১৫৭২৩১৪০৮৫ এই হটলাইন নাম্বারটিতে যোগাযোগ করার অনুরোধ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST