ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। আজ দুপুর ২ টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটরিয়ামে আমন মৌসুমে উৎপাদিত ধান সরকারি ভাবে ক্রয়ের লক্ষ্যে কৃষক নির্বাচনে এক লটারীর অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এসব কথা বলেন। সরকারের কাছে ধান বিক্রয়ে কৃষকদের নানাবিধ সমস্যার সমাধানকল্পে এই লটারী অনুষ্ঠিত হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ২৬ হাজার কৃষকের মাধ্যমে ৭৬ হাজার মেট্রিকটন ধান উৎপাদিত হয়, এর মধ্যে ১ হাজার ৮ শত ৮৮ জন কৃষকের কাছ থেকে জন প্রতি ১ টন করে ধান ক্রয়ের সরকারী সিদ্ধান্ত হওয়ায়, লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ এলাকার মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন!
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST