জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ সদর চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে  সুনামগঞ্জ সদর চ্যাম্পিয়ন

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। রবিবার ফাইনালের উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দল একে অন্যকে গোল দিতে মরিয়া হয়ে ওঠে। মাঠেও দুই উপজেলার সমর্থকরা নিজেদের সমর্থনে হই হুল্লোড় করেন। খেলা শেষে বিজয়ী সদর উপজেলাকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বিকাল ৩ টায় খেলা শুরু হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে সদর উপজেলা। দ্বিতীয়ার্ধে আরো এক গোলের দেখা পায় সদর উপজেলা। তবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাও আক্রমণাত্বক খেলতে থাকে। তারা সদর উপজেলাকে এক গোল দেয়। কিছুক্ষণ পরে সদর উপজেলা আরো এক গোল দেয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে সদর উপজেলাকে আরেক গোল দেয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। মাঠের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে এক মিনিট পরেই খেলার শেষ বাশি দেন রেফারি।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেনগুপ্তা, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ শামীমা শাহরিয়ার, সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্বে পালন করেন, ভারত চন্দ্র, মনির হোসেন, রবিউল হোসেন, আতাউর রহমান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest