শফিউর রহমান কামালঃ প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে বরিশাল জেলার নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে কারিতাস বরিশাল অঞ্চল। করোনা ভাইরাসের শুরু থেক বরিশাল জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে, তারি ধারাবাহিকতায় আজ ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১২ টার দিকে কারিতাস বরিশাল অঞ্চল এর আয়োজনে কারিতাস জার্মানি এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। বরিশাল অঞ্চলের ১১৪ জন করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে ২২৫০ টাকা করে ২ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকার অর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক কারিতাস বরিশাল অঞ্চল মিঃ ফ্রান্সিস বেপারী, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেক উপস্থিত ছিলেন।