করোনা তুমি হাজারো মায়ের কাছ থেকে দূরে রেখেছো শিবলী সাদিক এমপিকে

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২০

করোনা তুমি হাজারো মায়ের কাছ থেকে দূরে রেখেছো শিবলী সাদিক এমপিকে

মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুর ৬ আসনের হাজারো অসহায় মায়েদের একমাত্র ভরসার নাম শিবলী সাদিক। ঘর নেই, চিকিৎসার টাকা, খাবার নেই, পরনের কাপড় নেই, এমন হাজারো অসহায় মায়ের সন্তান কে খুব সহজেই কাছে পেয়ে তাদের কষ্টের কথা গুলো মনখুলে বলতে পারতো নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর ঘোড়াঘাট উপজেলার হাজারো অসহায় মায়েরা শুধু নয় মা, হাজারো অসহায় বাবা, কতো, ভাই, বোন, তাদের বিপদে আপদে, এমপির বাড়িতে সকাল বেলা ভির করতো,
তাদের কষ্টের কথা এমপি কে বলার জন্য, করোনা ভাইরাসের কারণে লোক সমাগম বন্ধ করে দেওয়ার কারণে এমপির বাড়িতে লোক সমাগম বন্ধ রয়েছে,
তাই কতো অসহায় মা, বাবা, ভাই, বোন, তাদের কষ্ট গুলো বুকে জমিয়ে রেখেছেন কাছে পাচ্ছেনা তাদের সন্তানকে মনের কথা গুলো বলতে পারছেনা কতো কষ্টে আছে তারা,
সেই অসহায় বিপথগামী
মা,বাবা,ভাই, বোন দের খোঁজে প্রতিদিন নিজের পরিবার ও সন্তান কে ত্যাগ করে নিজের জীবনের পরোয়া না করে, বাড়ি থেকে বাহির হয়ে দিনাজপুর ৬ আসনের একপ্রান্ত থেকে আর একপ্রান্তে ছুটে চলেন তাঁদের খোঁজে, হয় তো কারো দেখা মেলে রাস্তায় আবার কোনো কর্মীর ফোন পেয়ে ছুটে যান অসহায় ও বিপথগামী মানুষ গুলোর বাড়িতে, এবং এই মহামারীর সময় সববৃহত্ আসনের জনগণের বিপদে তাদের পাশে থাকতে পেরেছেন তিনি সবসময় তা দেখে পুরো উত্তর জনপদের মানুষ অবাক হয়ে বলেছেন, তার মতো একজন নেতা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য , অনেক জেলার নেতাকর্মীরা আমাদের বলেন ভাই আপনার এমপি শিবলী সাদিক ভাইয়ের মতো একজন নেতা পেয়েছেন আপনাদের কপাল, সত্যিই আমি নিজেও অবাক হয়ে যাই শুধু উন্নয়ন না জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে রাত দিন ছুটে চলতে দেখেছি, শিলাবৃষ্টি বন্যা মহামারী সবকিছুতেই তিনি যে রাতদিন ছুটে চলেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, শুধুমাত্র তার নির্বাচনী এলাকার মানুষদের ভালো রাখার জন্য এবং আগামী প্রজন্মের জন্য, একটি সুন্দর সমাজ এবং উন্নয়নশীল দিনাজপুর ৬ আসনে কে রেখে যাওয়ার জন্য, দিনাজপুর ৬ আসন সহ দেশের হাজার হাজার মা,বাবা, ভাই বোনদের কাছে মহান নেতার জন্য দোয়া চাই, আপনারা সকলে তার জন্য মহান আল্লাহ তা’আলার কাছে দুইহাত তুলে প্রার্থনা করবেন তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন সব সময়, আমাদের দেশের জন্য দিনাজপুর ৬ আসনের মানুষের জন্য, সারাজীবন কাজ করে যেতে পারেন,


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest