ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট থেকে রুবেল হোসেন ডালিম (৩৫) নামের এক শীর্ষ মাদক কারবারীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ বুধবার সকালে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে প্রেরন করে।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, মাদক দ্রব্যের ভাগবাটোয়ারা নিয়ে মাদক কারবারিদের দু’পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট যায়।
এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও সেখানে রুবেল হোসেন ডালিম নামের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল সহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করে।
নিহত ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদক দ্রব্যের ৮টি মামলা রয়েছে।
মাদক সংক্রান্ত জেরে ডালিম প্রতিপক্ষ গ্রুপের গুলিতে নিহত হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।
তবে ডালিমের পরিবারের দাবি, মঙ্গলবার রাত ৮টায় সাদা পোষাকধারীরা বাজারের দোকান থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST