ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় বেপরোয়া বাসের চাপায় সুভেচ্ছা (২৫) নামের এক নারী নিহত ও তার স্বামী ও মেয়ে আহত হয়েছেন। এ তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সুভেচ্ছা স্বপরিবারে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া পশ্চিম পাড়া এলাকায় বসবাস করতেন।
এ বিষয়ে বোয়ালিয়া থানার সেকেন্ড অফিসার জানান, আজ বিকেল ৫টার দিকে তারা মোটরসাইকেল যোগে ভদ্রা হয়ে স্বপরিবারে যাচ্ছিলেন। এসময় বিআরটিএ এর একটি গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সুভেচ্ছ মারা যায়। আর আহত সুভেচ্ছার স্বামী ও শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST