TCA সভাপতি শেখ মাহবুব আলম বাসের ধাক্কায় গুরুতর আহত |

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

TCA সভাপতি শেখ মাহবুব  আলম বাসের ধাক্কায় গুরুতর আহত |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
ঢাকা |

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন টিসিএর (TCA) সভাপতি শেখ মাহবুব আলম, সময় সংবাদের সিনিয়র
চিত্র- সাংবাদিক গত রাতে বাড্ডা ইউলুপের নিচে অফিস থেকে বাসায় ফেরার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন । শেখ মাহবুব আলমের প্রাথমিক চিকিৎসা শেষে, ডাক্তারের পরামর্শে বাসাতেই বিশ্রামে রাখা হয়েছে। টিসিএর (TCA) সভাপতি মাহবুব আলমের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও সংগঠনের সবাই দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। সকলের দোয়ায় তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সংগঠনের কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারেন এই প্রত্যাশা সবার।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest