আত্রাইয়ে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

আত্রাইয়ে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ ফিরোজ হোসাইন
আত্রাই নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। কয়েক দিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানিতে আত্রাই নদীর তিন স্থানে ভেঙ্গে যায়। এর মধ্যে নিম্নাঞ্চলসহ নদী সংলগ্ন ৫০ টি গ্রাম প্লাবিত হয়। ঐসকল গ্রামের মানুষ তাদের জীবন বাঁচাতে বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় প্রাথমিক অবস্থায় নৌকাযোগে উপজেলার চারটি ইউনিয়নের ১০ টি গ্রাম এবং ৫ টি আশ্রয় কেন্দ্রে বানভাসি মানুষের মাঝে মুড়ি চিরা গুড় মোমবাতি দেয়াশালায়(ম্যাচ) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু,ওসি তদন্ত মোজাম্মেল হক, আত্রাই প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, ডা. মঞ্জুর ইসলাম, স্কাউট সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম সাংবাদিকদের জানান, বন্যায় ৫০ টি গ্রামের ১৪ হাজার পরিবার পানিবন্দী হয়েছে। জীবন বাঁচাতে ঘর-বাড়ী ছেড়ে বন্যাদুর্গত মানুষ বিভিন্ন স্কুলে গিয়ে উঠেছেন। উপজেলা প্রশাসনের পক্ষে শুকনো খাবার দেওয়া হচ্ছে। আত্রাই নদীর পানি কমলেও নিম্নাঞ্চলে পানি বাড়ছে। এসময় বন্যা দুর্গত মানুষের সাহাযার্থে সমাজে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest