কুয়েতে সড়ক দুর্ঘটনায় গৌরনদী ও চাঁদপুরের দুই যুবক নিহত

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

মোঃকাওছার হোসেন
গৌরনদী প্রতিনিধি

কুয়েতের সালমি এলাকার ১৮৭ কিলোমিটার সড়কে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা সদরের মোঃ সাজিদুল ইসলাম রোমান (২২) নামের এক যুবক ও চাদপুর জেলার এক যুবকসহ ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গৌরনদীর যুবক রোমানের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনদের সুত্রে জানাগেছে, পিতা সংসারের স্বচ্ছলতা ফেরাতে ২০১৭ সালের ১১ডিসেম্বর রোমান কুয়েতে পারি দেয়। সেখানে সে একটি ডিপার্টমেন্টাল ষ্টোরের সেলসম্যান হিসেবে কাজ করত। বৃহস্পতিবার সকালে সে কর্মস্থল থেকে একটি প্রাইভেট কার যোগে কুয়েতের রাজধানীর বাসায় ফিরছিল। এ সময় ওই প্রাইভেটকারে চাঁদপুর জেলার বাসিন্ধা তার এক সহকর্মীও ছিল। কুয়েতি সময় সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বহনকারী প্রাইভেট কারটি সালমি এলাকার ১৮৭ কিলোমিটার সড়কে পৌছলে মারাতœক দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যায়। নিহত রোমানের সাথে একই দুর্ঘটনায় নিহত তার চাঁদপুরের সহকর্মীর ঠিকানা ও তার সম্পর্কে বিস্তারিত কোন তথ্য কেউ দিতে পারেনি। নিহত রোমানের স্বজনদের কেউ এ দুর্ঘটনার কারনও জানাতে পারেনি। নিহত মোঃ সাজিদুল ইসলাম রোমান এর বাড়ি গৌরনদী উপজেলা সদরের দক্ষিন গোবর্দ্ধন গ্রামে। বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে রোমানের মৃত্যু সংবাদ স্বজনদের কাছে পৌছলে তার বাড়িতে শোকের মাতম শুরু হয়। এ খবরে শোকের ছায় নেমে আসে পুরো এলাকা জুড়ে। নিহত রোমানের পিতার নাম মোঃ মোস্তফা সরদার তিনি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। এক ভাই এক বোনের মধ্যে রোমান বড়। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা-মা এখন পাগল প্রায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest