ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ২’শ ৩৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক কারবারী হলেন, উপজেলার জোতবানী ইউপির কুসুমক্ষেত্র গ্রামের মৃত নুরুমিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০) ও হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউপি’র নয়ানগর গ্রামের খাজের আলীর ছেলে তালেবুল ইসলাম (২৩)।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার ভোররাত্রে উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে পৌর শহরের পৃর্বজগন্নাথপুর মহল্লার ষ্টেশনগামী রাস্তায় সাইদুল ইসলামের প্লাস্টিকের বস্তার ভিতর তল্লাশি পৃর্বক ১’শ ৩৪ বোতল ফেন্সিডিল ও পৌর শহরের ঢাকামোড়ে অভিনব কায়দায় ভ্যানযোগে চালের বস্তার ভিতর ফেন্সিডিল পাবারকালে ১০০ বোতল ফেন্সিডিলসহ তালেবুল ইসলামকে আটক করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST