ঢাকা ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার বাইপাস মোড়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় তরিকুল ইসলাম (৩৬) নামে এক ঔষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বোদা উপজেলার বাইপাস সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তরিকুল বোদা পৌর এলাকার জামাদার পাড়ার আমিরুল ইসলামের ছেলে। এবং বোদা বাজারের তিথি ফার্মেসির মালিক।
স্থানীয়রা জানায়, বিকেলে তরিকুল এশিয়ান হাইওয়ের বাইপাস মসজিদে আছরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাইপাস সড়কে উঠলে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে তরিকুল।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST