ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:: সুনামগঞ্জের দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামে ব্রিজ নির্মাণের ৪ বছর অতিবাহিত হলেও দু’পাশে সংযোগ সড়ক না থাকায় অকেজো হয়ে পড়ে আছে ব্রিজটি। জনমানুষের চলাচলের জন্য নির্মিত ব্রিজটি সংযোগ সড়ক না থাকায় কোন কাজেই আসছে না। জানা যায়, পূর্ব চন্ডিপুরের লোকজন পশ্চিম চন্ডিপুর হয়ে দিরাই উপজেলা সদরে সহজ যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বিগত ২০১৫-২০১৬ অর্থবছরে ব্রিজ নির্মাণ করে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবের পরিবর্তে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় গ্রামবাসী আব্দুস সালাম বলেন, শুকনো মৌসুমে এদিকে পায়ে হেঁটে যাওয়া যেতো, ব্রিজটি নির্মাণের ফলে এখন আর হেঁটেও যাওয়া যায় না। গিয়াস উদ্দিন বলেন, মসজিদে যাতায়াতকারীসহ এক পাশের মানুষ অন্যপাশে যাতায়াতে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজের উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা না থাকায় এখন অনেকটা পথ ঘুরে কাঁদা মাটি মাড়িয়ে গন্তব্যে যেতে হয়। ছবুর মিয়া বলেন, ৪ বছর ধরে ব্রিজটি ঝুলে আছে, মানুষের কোন কাজে যখন আসছে না। তাজিম আলী, সুমন মিয়াসহ একাধিক গ্রামবাসী বলেন, ব্রিজটি আমাদের উপকারের পরিবর্তে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ইদন মিয়া বলেন, এই ব্রিজ নিয়ে গ্রামের মানুষ মহা সমস্যায় আছে। ব্রীজের উভয় পাশে প্রায় ৩ শ’গজ সড়ক রয়েছে, এটুকু নির্মাণ হলেই দুই সড়কে যোগাযোগ স্থাপন হবে। গ্রামবাসী আরো জানান, গ্রামের মুরুব্বিদের নিয়ে তাঁরা স্থানীয় এমপি জয়া সেনগুপ্তার সাথে সাক্ষাৎ করে বিষয়টি অবগত করেছেন। তিনি বলেছেন মাটি ভরাটের জন্য ৫০ হাজার টাকা দিবেন কিন্তু এ টাকায় কাজ সম্পন্ন হবে না। এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ব্রিজের দু’পাশে মাটি ভরাটসহ সংযোগ সড়ক নির্মাণ করে দিতে স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST