রাজশাহীতে আরো ৮৩ জন করোনা পজিটিভ

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

রাজশাহীতে আরো ৮৩ জন  করোনা পজিটিভ

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর ও জেলায় আরো ৮৩ জন করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৫১২ জন। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৮৩ জনের করোনা পজিটিভ হয়। এ নিয়ে রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে মোট ২৫১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ১৯৮৪ জন, বাঘা উপজেলায় ৪৯ জন, চারঘাট উপজেলায় ৪৯ জন, পুঠিয়া উপজেলায় ৩৯ জন, দুর্গাপুর উপজেলায় ৩৩ জন, বাগমারা উপজেলায় ৫৬ জন, মোহনপুর উপজেলায় ৭৪ জন, তানোর উপজেলায় ৬৭ জন, পবা উপজেলায় ১২৫

জন ও গোদাগাড়ী উপজেলায় ৩৬ জন রয়েছে। এরমধ্যে ১৮ জন মারা গেছে ও ৭৬৩ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। ১১২১ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন ও ১৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। শনাক্ত ২৩৫১ জনের মধ্যে নগর এলাকায় শনাক্ত ১৭৮৩ জন ও জেলায় বাকিগুলো। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২৩৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এখন আর কেউ হোম কোয়ারেন্টাইনে নেই। রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে রাজশাহী ও বগুড়া জেলায় বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। সচেতনতায় করোনা থেকে বাঁচা সম্ভব।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest