দিনাজপুরের খানসামায় ১৫০ পিচ ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মোসাদ্দেক আটক।

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

দিনাজপুরের খানসামায় ১৫০ পিচ ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মোসাদ্দেক আটক।

চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের সাঁকোরপাড় বটতলী থেকে মাদক সম্রাট মোসাদ্দেককে ১৫০ পিচ ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। তিনি চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের বাকালি পাড়ার আশরাফ আলীর ছেলে।

খানসামা থানা সূত্রে জানা যায়, গত রবিবার রাত ৮টার দিকে খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেনের নেতৃত্বে এসআই তন্ময় কুমার বিশ্বাস ও এএসআই বাবুল সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মোসাদ্দেককে আটক করে। এ মাদক ব্যবসায়ী ঢাকা থেকে এসব মাদক ক্রয় করে সৈয়দপুর দিয়ে খানসামা উপজেলার বিভিন্ন পয়েন্টে সরবরাহ করে থাকে। তিনি এলাকার একজন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাকে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ওসি শেখ কামাল হোসেন বলেন, খানসামা উপজেলায় হয় মাদক থাকবে নতুবা আমি থাকব। মাদকমুক্ত উপজেলা গড়তে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, খানসামা উপজেলাকে মাদক, জুয়া ও সন্ত্রাস মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest