ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
মোঃইলিয়াছ,তজুমদ্দিন প্রতিনিধি।।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ প্রাঙ্গনে রঙিন বেলুন উড়িয়ে ও শান্তির দূত পায়রা অবমুক্ত করার মাধ্যমে শুরু হয় সন্মেলনের মূল পর্ব। সন্মেলনকে ঘিরে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পঁয়তাল্লিশ ওয়ার্ডের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ২০১৪ সালের পর দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত এ সন্মেলনে বঞ্চিত, ত্যাগী, নির্যাতিত, মেধাবী ও প্রতিশ্রুতিশীলরাই নেতৃত্ব দিবে এমন আশা নিয়ে উপস্থিত হন তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা। জননেতা তোফায়েল আহমেদ মুঠোফোনে এ ত্রিবার্ষিক সন্মেলনের সফলতা কামনা করেন। সন্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন টুলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল ও সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লবসহ অন্যান্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে টানা দ্বিতীয় বারেরর মত সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় নেতা ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নির্বাচিত হন অপর জনপ্রিয় নেতা ফজলুল হক দেওয়ান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইঞ্জিনিয়ার রুবাইয়াত দিপু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, আবু তাহের ও হেলাল উদ্দিন সুমন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST