কাঠালিয়ায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

কাঠালিয়ায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ার মুন্সিরাবাদ বাজারে পল্লী বিদ্যুৎতের তার প্যাচিয়ে বিদ্যুতায়িত হয়ে কালাম খাঁন (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সিরাবাদ বাজারে নির্মাণাধীন একটি ভবনের ছাঁদে এ ঘটনা ঘটে। নিহত কালাম উত্তর তালগাছিয়া গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোঃ শামীম হোসেন জানান, সকালে মুন্সিরাবাদ বাজারে তাঁর অফিস সংলগ্ন মামুন হাওলাদারের নির্মাণাধীন নতুন ভবনের ছাঁদ ডালাইয়ের কাজ চলছিল। এ সময় বিদ্যুৎতের লাইন বন্ধ ছিল এবং পল্লী বিদ্যুৎতের লোকজনও উপস্থিত ছিলেন। ডালাইয়ে কাজ শেষে বিদ্যুৎতের লাইন চালু করে লাইনম্যান চলে যান। এরপর কোন এক সময় শ্রমিক কালাম তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা দেখে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভবনের মালিক মোঃ মামুন হাওলাদার জানান, শ্রমিক কালাম ও আমরা একই বাড়ির বাসিন্দা। সে গত ৬মাস ধরে আমাদের কাজ করতো। পল্লী বিদ্যুৎতের লাইনম্যানের উপস্থিতিতে লাইন বন্ধ করে ভবনের ছাঁদ ডালাইয়ের কাজ করা হয় এবং কাজ শেষে পূনরায় লাইন চালু করে লাইনম্যান চলে যান। পরে কোন ফাঁকে কালাম ছাদে উঠেছে তা অন্যান্য লেভার ও মিস্ত্রীরাও দেখেননি। ধারনা করা হচ্ছে, ছাদে কোন সমস্যা হচ্ছে কিনা তিনি দেখার জন্য উঠেছিল এবং অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। মো. সাকিবুজ্জামান সবুর কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি ০১৭৭৪৯৩৭৭৫৫

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest