ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
হিলি প্রতিনিধি দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টিম আজ বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৪১ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও পুলিশি আইনের ৩৪ধারা মোতাবেক তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে। অপরদিকে মাদকসেবনের দায়ে ১২জন মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতের নিকট উপস্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন। আটককৃত সকলের বাড়ি হিলি, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, খুলনা ও ঢাকাতে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST