ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
কাজী ওহিদ,গোপালগঞ্জ থেকেঃ মুকসুদপুরে লানার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র গ্রহণ ও প্রদান করা হয়েছে। মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র গ্রহণ ও শিক্ষানবিশ লাইন্সে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন ও তার একটি ভিষন আমার গ্রাম আমার শহর পরিপূর্ণ রুপ দিতে এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে উপজেলা ভিত্তিক শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন সড়কের দূর্ঘটনা কমাতে এবং কেউ যাতে লাইসেন্স ছাড়া মটরযান নিয়ে রাস্তায় না নামে সেজন্য তাদের একটা সুবর্ন সুযোগ করে দেয়া হচ্ছে। তাছাড়াও লাসেন্স করতে হলে অনেক হয়রানির স্বীকার হতে হয় সেটা যাতে পাবলিকের ভোগ না করা লাগে সেজন্য লাইসেন্স প্রদান করা হচ্ছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট ইলিয়াছুর রহমান, গোপালগঞ্জ জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট কাউসার আহমেদ, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, নবাগত মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, গোপালগঞ্জ সার্কেল মোটরযান পরিদর্শক মোঃ সাঈদ সিদ্দিক, মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সহকারী শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ, গোপালগঞ্জ এনটিভির প্রতিনিধি মাহবুব হোসেন সালমাত, মুকসুদপুর প্রেসকাবের সহ-সভাপতি ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুূদপুর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। দিনব্যাপী কার্যক্রমে এক হাজারের অধিক আবেদনকারীকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। এসময় দুই ক্যাটাগরিতে মোটরসাইকেল এবং হালকা মোটরযান ৫১৮ টাকা এবং শুধু মোটরসাইকেল ৩৪৫ টাকার মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। এছাড়াও কয়েকটি বুথের মাধ্যমে আবেদন কারীদেরকে সহায়তা করা হয়েছে মেডিকেল টিম, রক্ত পরিক্ষা, প্রয়োজনীয় কাগজপত্র স্বত্ত্বায়িত, আবেদপত্র পূরণে সহায়তা আবেদন গ্রহণের ইউনিয়ন ভিত্তিক আলাদা বুথের মাধ্যমে টাকা জমা নেয়া এবং নির্দিষ্ট বুথে আবেদনপত্র জমা নিয়ে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। এসময় সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের এতসুন্দর মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST