ঢাকা ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
মোঃ আরিফুজ্জামান জনি দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেছেন, আজকে আওয়ামীলীগ করা খুব সহজ, আওয়ামালীগ করতে আর কোন কষ্ট লাগেনা, আওয়ামীলীগ যে করে তার শুধু সুখেই সুখ কিন্তু আজকের এই আওয়ামীলীগ সেদিন কিন্তু সেরকম ছিলনা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে গেছেন, হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের আওমীলীগ।
শনিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটা অনুভুতির নাম, আওয়ামীলীগ এমন একটা শব্দ যে শব্দটার জন্য কোন পদের দরকার হয়না কোন পোষ্টের দরকার হয়না। আওয়ামীলীগ যারা মনে প্রানে করে তারা সর্বকালেই সবসময়ের জন্য সন্মানিত হয়ে এসেছেন। সবাই কিন্তু গৌরবের সাথে যারা চলে গেছে সবাই কিন্তু আমরা তাদের কথা এখনো বারবার স্মরন করি। এই চার উপজেলাই আওয়ামীলীগের যারা ধারক বাহক ছিলেন যারা এখন পর্যন্ত আছেন নিভৃতে পল্লিতে অনেক বয়স্ক মানুষ কাগজের পর কাগজ পত্রিকার পর পত্রিকা জমিয়ে রেখেছেন আওয়ামীলীগের ইতিহাস। বর্তমানে যারা তরুন প্রজন্মের সহযোগী সংগঠনের রয়েছেন তাদের প্রতি আহবান রাখবো এই মানুষগুলোর খবর রাখতে হবে। বাধ্যকের কারনে তারা হয়তোবা এখন আসতে পারছেনা আমাদের মঞ্চে হয়তো তারা জায়গা পায়না অথবা আমরা তাদেরকে খবর দেইনা এগুলো স্মরন রাখতে হবে। কারন এই মানুষগুলোর কাধের ওপর ভর করে কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ আজকের এই অবস্থানে এসেছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, পৌরআওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌরআওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, ওসি ফেরদৌস ওয়াহিদ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, উদযাপন কমিটির আহবায়ক আশরাফ আলী প্রধানসহ সহযোগী সংগঠন সমুহের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত নেতা কর্মীদের মাঝে একহাজার বনজ, ফলজ ওষদি গাছের চারা বিতরন করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST