নবাবগঞ্জে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

নবাবগঞ্জে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান

মোঃ হাসিম উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকালে উপজেলার আফতাবগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মামুনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটের রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ আইনে এমন ৫০ জনের কাছ থেকে মোট ৯ হাজার ৯শ ৭৫ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল- মামুন এ সময় স্বাস্থ্যবিধি মানার জন্যে সতর্ক করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest