ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ শুক্রবার বিকেলে বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে সুজালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালী পদ রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী প্রমুখ্য। শুরুতে দিবসটি যথাযথ মর্যদায় উদযাপনের লক্ষ্যে তাজমহল মোড়ে শহীদ বুধারু স্মৃতিস্তম্ভে ও ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের পাশে শহীদ মহসীন আলী’র কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বীরগঞ্জের মুক্তিযোদ্ধা, বীরগঞ্জ পৌর শ্রমিকলীগের ব্যানারে সভাপতি মোঃ সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার নেতৃত্বে, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যানারে সাধারণ সম্পাদক রতন ঘোষ পিযুষ এর নেতৃত্বে সহ সামাজিক-পেশাজীবি, স্কুল-কলেজ ও মাদ্রাসা সকল শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST