ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত

গোলাম মাহমুদ শাওনঃঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।উপজেলার বিভিন্ন সরকারি অফিসের পুকুর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরের পুকুরের বিপরীতে এ মাছ বিতরণ করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম।

‌বিতরণ কালে তিনি বলেন,আমাদের জলাশয়গুলোতে আমরা যদি পরিকল্পিতভাবে মৎস্য চাষ করি তাহলে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি।‌উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত কর্মসূচির সভাপতি মোঃ সাইফুর রহমান বলেন,এ কার্যক্রমের মাধ্যমে সরকারি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

‌বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ এ,এফ,এম নাজমুস সালেহীন জানান,উপজেলার ২৪ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের ৩৩৪ কেজি পোনা অবমুক্ত করা হয়।
‌অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মোঃ সোয়াইব আহমাদ উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest