ঢাকা ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
প্রবীর কুমার কাঞ্চন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ তারাগঞ্জে জমি চাষবাদ করার সময় মাহেন্দ্র ট্রাকটরের নিয়ে পড়ে গিয়ে এক প্রতিবন্ধি যুবক ছিন্ন-ভিন্ন হয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার ইকরচালি ইউনিয়নের দো-হাজারী বিরাবাড়ি গ্রামে। জানাগেছে, উপজেলার ইকরচালি ইউনিয়নের দো-হাজারী বিড়াবাড়ি গ্রামের মোজাজ্জল হোসেন কয়েক বছর পূর্বে মাহেন্দ্র ট্রাকটর কিনলে ওই ট্রাকটরটি ছুট লক্ষীপুর গ্রামের আশরাফুল রহমান ড্রাইভার হিসাবে পরিচালনা করেন। গতকাল শনিবার সকালে মাহেন্দ্র ট্রাকটরের মালিক মোজাজ্জল হোসেন তার নিজের জমি চাষবাদের জন্য সকালে ট্রাইভার আশরাফুল ইসলামকে ট্রাকটর নিয়ে আসতে বললে সকালে ওই ড্রাইভার এসে মোজাজ্জল হোসেনের জমি চাষবাদ শুরু করেন। এসময় মোজাজ্জল হোসেনের ছুটিতে বাড়িতে আসা পুত্র পুলিশ সদস্য লিটন মিয়া ড্রাইভারকে নামিয়ে দিয়ে নিজেই তাদের জমি চাষ করতে শুরু করেন। এসময় ওই একই গ্রামের ইজার উদ্দিনের প্রতিবন্ধি ছেলে লিটন ওরফে পাগলা (১৮) চাষবাদের সময় মাহেন্দ্রতে চড়ার আকুতি জানালে লিটন মিয়া তাকে মাহেন্দ্র ট্রাকটরে উঠিয়ে জমি চাষবাদ করতে থাকেন। সকাল সাড়ে ৮টার সময় মাহেন্দ্র ট্রাকটরের ঝাঁকুনিতে ওই প্রতিবন্ধি যুবক লিটন পাগলা ট্রাকটরের সামনে পড়ে গিয়ে ছিন্ন-ভিন্ন হয়ে ঘটনাস্থানই নিহত হন। এ রিপোর্ট ুপুর পর্যন্ত লেখার সময় পুলিশ ঘটনাস্থান পরির্শন করছিলেন। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী ঘটানার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, পুলিশকে ঘটনাস্থানে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST