দিরাই মুক্ত দিবস পালন শামসুল কাদির মিছবাহ,

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

দিরাই মুক্ত দিবস পালন শামসুল কাদির মিছবাহ,
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: নানা আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলা মুক্তদিবস পালন করা হয়েছে। শনিবার এ উপলক্ষ্যে আনন্দ র‌্যালি, বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী পালন করা হয়। দিরাই উপজেলা খেলাঘরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিক্ষক, দিরাই প্রেসক্লাব ও বুস্টার্স সদস্যদের অংশগ্রহনে বেলা ১১টায় আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালীটি দিরাই থানা পয়েন্টস্থ প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে বেলা সাড়ে ১১টায় স্মৃতিসৌধ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খেলাঘরের সভাপতি সুধাসিন্ধু দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফি উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও খেলাঘরের সহ-সভাপতি জিয়াউর রহমান লিটন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, খেলাঘরের সহ-সভাপতি লালবাঁশি দাস, যুগ্ম সম্পাদক মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, অর্থ সম্পাদক শুভ দাস, সমাজ কল্যাণ সম্পাদক ডা: প্রশান্ত তালুকদার, শিক্ষা ও গবেষনা সম্পাদক স্বপন কান্তি দাস, দফতর সম্পাদক গৌরাঙ্গ পদ সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক পৌর কমান্ডার সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর সবুজ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা মুরাদ মিয়া, সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, সহ সাধারণ সম্পাদক সুবীর চন্দ্র দাস, প্রচার সম্পাদক খোকন রায়, সদস্য হেলাল মিয়া, অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য রুকুনুজ্জামান জহুরী, ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান নিকসন, মিনতি রানী দাস, রঞ্জু সুত্রধর, ঝুটর সুত্রধর, গোলাপ দাস প্রমুখ। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে দেশকে শত্রুমুক্ত করতে ভাটির জনপদ দিরাইয়ের প্রায় ৫শ’দেশপ্রেমিক সূর্যসন্তান মুক্তিযুদ্ধে অংশ নেন। উত্তাল ডিসেম্বরের ৬ তারিখে সুনামগঞ্জ হানাদারমুক্ত হয়। এই সংবাদে উজ্জীবিত হয়ে ৭ ডিসেম্বর সকালে দিরাইয়ের স্থানীয় মুক্তিযোদ্ধারা দিরাইয়ে পাক বাহিনীর অবস্থানে চর্তুমুখী আক্রমন করেন। এই যুদ্ধে শহীদ হন তৎকালীন সুনামগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তালেব উদ্দিসসহ ১৩ বীর সৈনিক। তীব্র প্রতিরোধের মুখে ওই দিনই লেজ গুটিয়ে দিরাই থেকে পাক হায়েনার দল ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদররা পালিয়ে যায়। বিজয়ের নয় দিন আগেই ৭ ডিসেম্বর মুক্ত হয় দিরাই।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest