বরিশালে ওয়াই মুভ্স প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

বরিশাল ব্যুরোঃ আজ ২ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এবং ইয়েস বাংলাদেশ বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ওয়াই মুভ্স প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এর সভাপতি কত্থোক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল ডাঃ মুঃ জসিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। প্রকল্পে মেয়ে ও যুব মেয়েদের সক্ষমতা বৃদ্ধি করবে, যাতে করে তারা সমাজের জেন্ডারভিত্তিক যৌন সহিংসতা প্রতিরোধে নিজেরা পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করতে পারে।এর পাশাপাশি মেয়ে শিশুদের সমাজ যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়নে কাজ করবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest