আ’লীগ সভাপতি পদে কোন পরিবর্তন হবে নাঃ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

আ’লীগ সভাপতি পদে কোন পরিবর্তন হবে নাঃ

মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ আগামীতে আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতির পদে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে দলের দফতর উপকমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কাদের বলেন, যেকোনো পদে পরিবর্তন হতে পারে তবে সভাপতির পদ নয়। তারপরেও সেটা নির্ভর করবে দলীয় সভাপতির ওপর। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া আমরা দলের জন্য অপরিহার্য নই। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নৈরাজ্য সৃষ্টি করার অচেষ্টা করছে। নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। এসব করে নেতারা সফল হবে না। কারণ আওয়ামী লীগ পূর্বের যেকোনো সময়ের চেয়ে অত্যন্ত শক্তিশালী সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটি দল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest